শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বন্যায় মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পাশাপাশি, রাজ্যের সমস্ত বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। এদিন সেই নির্দেশ মতই মালদার মানিকচক ব্লকের ভূতনিতে নিয়ে যাওয়া হচ্ছিল ত্রাণ। কিন্তু বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই লুঠ হয়ে যায় সেই ত্রাণ। মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়ি। সেখানেই ত্রাণ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে।
উল্লেখ্য, শনিবার মালদার বন্যা কবলিত মানিকচক এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী। ফোনেই একথা বলেন তিনি। উপস্থিত বানভাসি মানুষদের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মাইকে শোনান ফিরহাদ। এছাড়াও ফোনে মুখ্যমন্ত্রী জানান, মানুষ ও গবাদি পশুদের জন্য খাবার পাঠানো হবে। সেইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জল নামার পরেই সারিয়ে তোলার কাজে হাত লাগাবে রাজ্য সরকার।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আবেদন করেন এই মুহূর্তে নৌকায় যাতায়াত বন্ধ রাখতে। যদি নৌকার প্রয়োজন হয় তবে সেটা যেন প্রশাসনের নজরে আনা হয়। প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হবে। এদিন মানিকচকের গোপালপুরে ফিরহাদ যান। সেখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর এই বার্তা তিনি সকলকে শোনান। ফিরহাদের সঙ্গে ছিলেন জেলা শাসক ও প্রশাসনের অন্য কর্তারা। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, বন্যায় জেলায় এখনও পর্যন্ত নয় ব্যক্তির মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা এড়াতে জনগণকে এই মুহূর্তে নৌকা চড়া থেকে দূরে থাকতে মুখ্যমন্ত্রী আবেদন করলেও তার কয়েক ঘন্টার মধ্যেই মালদায় মাঝ গঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকায় এই নৌকাডুবি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকাই ডুবে যায় নৌকা।
সরকারি মতে নৌকায় পাঁচজন ছিল। তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং এক শিশু নিখোঁজ। তাদের খোঁজ করছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, 'এখন পর্যন্ত দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।' মন্ত্রী নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন।
#mamata banerjee#West Bengal#Local News
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কোটি টাকার লুটপাটের পর গৃহস্থের বাড়িতেই জমিয়ে রান্না-খাওয়া, সঙ্গে আমেজে সুরাপান, চোরেদের কীর্তিতে তোলপাড় বর্ধমান...
ভরা শীতেও গেল না জল যন্ত্রণা, পুরসভার পাইপ ফেটে বিপত্তি হাওড়ার এই দুই ওয়ার্ডে...
ব্যবসার আড়ালে ভয়ঙ্কর লেনদেনের অভিযোগ, মুর্শিদাবাদে ব্যবসায়ীর বাড়ি-দোকানে ইডি-র হানা...
গানের আওয়াজে বোঝা গেলনা হাতির উপস্থিতি, পিকনিক স্পটে আচমকাই গজরাজের আক্রমণ ...
সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই, রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর বন্ধ প্রতিবাদ আন্দোলন...
বছরের প্রথম বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত তিন...
সারি সারি কমলালেবুর গাছ থেকে ঝুলছে কমলা, অশোকনগর কি দার্জিলিং? বছরের প্রথমদিন উপচে পড়া ভিড় ...
১১৩ বছর বয়সে মৃত্যু কোচবিহারের রাজ আমলের রাঁধুনির...
কম্বল নিতে হুড়োহুড়ি, ভিড়ের চাপে দেওয়াল ভেঙে আহত সাত...
অনুব্রত নয়, মিলনমেলায় রাজমুকুট উঠলো কাজল শেখের মাথায় ...
'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...
ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...
বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...
নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...
স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...