সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ত্রাণ নিয়ে টানাটানি, মালদায় বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই কাড়াকাড়ি লাগিয়ে দিলেন স্থানীয়রা

Kaushik Roy | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বন্যায় মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পাশাপাশি, রাজ্যের সমস্ত বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। এদিন সেই নির্দেশ মতই মালদার মানিকচক ব্লকের ভূতনিতে নিয়ে যাওয়া হচ্ছিল ত্রাণ। কিন্তু বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই লুঠ হয়ে যায় সেই ত্রাণ। মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়ি। সেখানেই ত্রাণ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে।

 

উল্লেখ্য, শনিবার মালদার বন্যা কবলিত মানিকচক এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী। ফোনেই একথা বলেন তিনি। উপস্থিত বানভাসি মানুষদের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মাইকে শোনান ফিরহাদ‌। এছাড়াও ফোনে মুখ্যমন্ত্রী জানান, মানুষ ও গবাদি পশুদের জন্য খাবার পাঠানো হবে। সেইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জল নামার পরেই সারিয়ে তোলার কাজে হাত লাগাবে রাজ্য সরকার।

 

 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আবেদন করেন এই মুহূর্তে নৌকায় যাতায়াত বন্ধ রাখতে। যদি নৌকার প্রয়োজন হয় তবে সেটা যেন প্রশাসনের নজরে আনা হয়। প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হবে। এদিন মানিকচকের গোপালপুরে ফিরহাদ যান। সেখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর এই বার্তা তিনি সকলকে শোনান। ফিরহাদের সঙ্গে ছিলেন জেলা শাসক ও প্রশাসনের অন্য কর্তারা। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, বন্যায় জেলায় এখনও পর্যন্ত নয় ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

দুর্ঘটনা এড়াতে জনগণকে এই মুহূর্তে নৌকা চড়া থেকে দূরে থাকতে মুখ্যমন্ত্রী আবেদন করলেও তার কয়েক ঘন্টার মধ্যেই মালদায় মাঝ গঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকায় এই নৌকাডুবি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকাই ডুবে যায় নৌকা। 

 

সরকারি মতে নৌকায় পাঁচজন ছিল। তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং এক শিশু নিখোঁজ।  তাদের খোঁজ করছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, 'এখন পর্যন্ত দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।' মন্ত্রী নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন।


#mamata banerjee#West Bengal#Local News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...

দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...

ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...

রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...

টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...

বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...

মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...

দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...

রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...

চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...

'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...

কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...

সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24