শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ত্রাণ নিয়ে টানাটানি, মালদায় বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই কাড়াকাড়ি লাগিয়ে দিলেন স্থানীয়রা

Kaushik Roy | ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭ : ৪২Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: বন্যায় মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। পাশাপাশি, রাজ্যের সমস্ত বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। এদিন সেই নির্দেশ মতই মালদার মানিকচক ব্লকের ভূতনিতে নিয়ে যাওয়া হচ্ছিল ত্রাণ। কিন্তু বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর আগেই লুঠ হয়ে যায় সেই ত্রাণ। মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে গাড়ি। সেখানেই ত্রাণ নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে।

 

উল্লেখ্য, শনিবার মালদার বন্যা কবলিত মানিকচক এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী। ফোনেই একথা বলেন তিনি। উপস্থিত বানভাসি মানুষদের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মাইকে শোনান ফিরহাদ‌। এছাড়াও ফোনে মুখ্যমন্ত্রী জানান, মানুষ ও গবাদি পশুদের জন্য খাবার পাঠানো হবে। সেইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা জল নামার পরেই সারিয়ে তোলার কাজে হাত লাগাবে রাজ্য সরকার।

 

 

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী আবেদন করেন এই মুহূর্তে নৌকায় যাতায়াত বন্ধ রাখতে। যদি নৌকার প্রয়োজন হয় তবে সেটা যেন প্রশাসনের নজরে আনা হয়। প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হবে। এদিন মানিকচকের গোপালপুরে ফিরহাদ যান। সেখানে সরাসরি টেলিফোনে মুখ্যমন্ত্রীর এই বার্তা তিনি সকলকে শোনান। ফিরহাদের সঙ্গে ছিলেন জেলা শাসক ও প্রশাসনের অন্য কর্তারা। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, বন্যায় জেলায় এখনও পর্যন্ত নয় ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

দুর্ঘটনা এড়াতে জনগণকে এই মুহূর্তে নৌকা চড়া থেকে দূরে থাকতে মুখ্যমন্ত্রী আবেদন করলেও তার কয়েক ঘন্টার মধ্যেই মালদায় মাঝ গঙ্গায় ডুবল নৌকা। মালদার ভূতনির দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাঁধ এলাকায় এই নৌকাডুবি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান, আজ শনিবার মানিকচকের মথুরাপুরে হাট ছিল। নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকাই ডুবে যায় নৌকা। 

 

সরকারি মতে নৌকায় পাঁচজন ছিল। তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং এক শিশু নিখোঁজ।  তাদের খোঁজ করছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, 'এখন পর্যন্ত দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।' মন্ত্রী নিজেও ঘটনাস্থলে পৌঁছেছেন।


#mamata banerjee#West Bengal#Local News



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ ...

সৌজন্য বলেও অনুব্রতর সঙ্গে বৈঠকের পর কাজল শেখের মুখে একসঙ্গে চলার বার্তা...

সরকারি আইন কলেজগুলির পরিকাঠামো এবং শিক্ষার মানের ভূয়সী প্রশংসায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম...

বর্ধমানে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার ...

মমতার সফরের আগের দিন উত্তরের পার্বত্য এলাকায় ফের ধস, টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক...

কাশ্মীরে ঝর্নার ছবি তুলতে গিয়ে খাদে পড়ে প্রাণ হারালেন পর্যটক...

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের চারজন ...

জলদাপাড়ায় চোরাশিকার রুখতে বন বিভাগের তৎপরতা বৃদ্ধি, জারি হাই অ্যালার্ট...

পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণে বাধা হতে পারে বৃষ্টি, কী ব্যবস্থা নিল সেচ দপ্তর? ...

শারদোৎসবে নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ চন্দননগর কমিশনারেটের...

পুজোর আগে সুখবর দিলেন মমতা, রাজ্য পুলিশে নতুন নিয়োগ, কবে বেরোচ্ছে বিজ্ঞপ্তি?? ...

পাপের শাস্তি পেয়েছি, অনুব্রতর গলায় অনুশোচনার সুর...

চা শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে বিক্ষোভ অব্যাহত,  অবরুদ্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা...

প্রবল বৃষ্টির জের, হাওড়ায় ত্রাণ বিলি বন্ধ রেখেই ফিরতে হল রাজ্য কংগ্রেসকে...

সিঁধ কেটে ঘরে ঢুকে খুন, অবৈধ সম্পর্কের জের? তদন্তে পুলিশ ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24